বিসমিল্লাহির রহমানির রাহীম
গাউছিয়া তাহেরিয়া সাবেরিয়া কমপ্লেক্স
স্থাপিতঃ ০১/১১/২০১৯ ইং
প্রস্তাবনা:- ০১/০৯/২০১৯ ইং তারিখ রোজ বুধবার সময় বাদ মাগরিব স্থান মুহাম্মদ আমির হোসেন (সিঙ্গাপুরি ) এর দোকানে । কাশিপুর – নয়াকান্দির কিছু বিশষ্ট ব্যাক্তি নিয়ে একটি সভার আয়োজন করা হয় , উক্ত সভায় হাজি মুহাম্মদ কামাল উদ্দিন খন্দকার (রঘুনাথপুর) ৭নং ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর – নয়াকান্দির কয়েকজন ভাই যথাক্রমে:- ডাঃ মুহাম্মদ আব্দুল হাই , মুহাম্মদ হুমায়ূন , মুহাম্মদ আমির হোসেন (সিঙ্গাপুরি ) , হাজি মুহাম্মদ হারুনুর রশিদ , মুহাম্মদ শাহজাহান এবং সাদেক সরকার (চেয়ারম্যান) কে সাথে নিয়ে দীর্ঘ সময় আলোচনা করার মাধ্যমে আধুনিক , সৃজনশীল ও মানসম্পূন্ন ইসলামী শিক্ষা প্রদানের লক্ষে একটি সামাজিক উন্নয়ন মূলক সম্পূর্ণ প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান গড়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করি । ২৫/০৯/২০১৯ ইং তারিখে পূনরায় উপরোল্লিখিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রতিষ্ঠানটি গড়ার পদক্ষেপ স্বরুপ প্রথম সভা অনুষ্ঠিত হয় । প্রতিষ্ঠানটির গঠনতন্ত্র সংরক্ষণ , রক্ষনাবেক্ষণ , স্বতঃস্ফূর্ত সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র দায়িত্ব ও কর্তব্য ।
ধারা নং ০১
প্রতিষ্ঠানের নাম : কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া হাফেজিয়া , দাখিল বালক ও বালিকা মাদরাসা ।
ধারা নং ০২
প্রতিষ্ঠাতা : হাজি মুহাম্মদ কামাল উদ্দিন খন্দকার ।
ধারা নং ০৩
প্রতিষ্ঠানের স্লোগান : এসো জ্ঞানের সন্ধানে ফিরে যাও ইসলামের খেদমতে ।
ধারা নং ০৪
স্থান : কাশিপুর – নয়াকান্দি দুই গ্রামের মধ্যবর্তি স্থানে ।
ধারা নং ০৫
গাউছিয়া তাহেরিয়া সাবেরিয়া কমপ্লেক্স এর নিজস্ব মনোগ্রাম :
ধারা নং ০৬
প্রতিষ্ঠানের ধরন : ৬.ক ) একটি অরাজনৈতিক , মাদকমুক্ত , আধুনিক ও সৃজনশীল প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ।
৬.খ ) অত্র প্রতিষ্ঠান আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উসূল অনুযায়ী পরিচালিত হবে ।
৬.গ ) আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পরি পন্থি কোন আকিদা প্রচার করা যাবে না ।
ধারা নং ৭
পরিচালনায় : সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া তথা আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্টাস্ট, ঢাকা শাখার আওতাধিন থাকবে ।
ধারা নং ০৮
প্রতিষ্ঠানটির লক্ষ : শিশু কিশোরদের শারীরিক , মানসিক , সামাজিক , নৈতিক , মানবিক , নান্দনিক , আধ্যাত্মিক আবেগিক বিকাশ সাধন ও তাদের দেশাত্ববোধ , বিজ্ঞান মনষ্কতায় , সৃজনশীলতায় , উন্নত জীবনের স্বপ্ন দর্শন এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করনে উদ্বুদ্ধ করা ।
ধারা নং ০৯
উদ্দেশ্য : বাস্তবভিত্তিক যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা প্রদান এ প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য । শিক্ষার্থীর দৈহিক, মানসিক, নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক উৎকর্ষের মাধ্যমে নিজেকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার অনুশীলনই প্রকৃত শিক্ষা । এ উদ্দেশ্যকেই সামনে রেখে এ প্রতিষ্ঠানের নিম্মোক্ত কার্যক্রম পরিচালিত হবে ।
৯.ক / শিক্ষার্থীর সকল সুপ্ত সম্ভাবনার সার্বিক ও সর্বোচ্চ বিকাশ ।
৯.খ / প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বোধ সৃষ্টি ।
৯.গ / মানসিক ও চারিত্রিক গুণাবলী বিকাশ, নৈতিক মূল্যবোধ, ধর্মীয় চেতনা ও আধ্যাত্মিক গুণাবলী এবং বৃদ্ধিসাধন ।
৯.ঘ / লেখা - পড়ার পাশাপাশি স্বাস্থ্য রক্ষা, পরিস্কার পরিচ্ছন্নতা, স্বনির্ভরতা, পারস্পরিক সহনশীলতা, উদারতা, শৃঙ্খলা, সুস্থ সামাজিকতাবোধ, সত্যনিষ্ঠা, সমাজ সেবা, আদর্শ নাগরিক ও সুলভ ব্যক্তিত্ব, স্বদেশ প্রেম, আধুনিক বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সমন্বয় করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে তোলা ।
ধারা নং ১০
গাউছিয়া তাহেরিয়া সাবেরিয়া কমপ্লেক্সের কাঠামো :
ক) উপদেষ্টা পরিষদ খ ) পরিচালনা পরিষদ গ ) কার্যনির্বাহী কমিটি
ধারা নং ১১
উপদেষ্টা পরিষদের সদস্যদের যোগ্যতা এবং দায়িত্ব ও কর্তব্য :
পরিচালনা পরিষদ সদস্যগনের মতামতের ভিত্তিতে সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ থেকে উপদেষ্টা নির্বাচিত হবেন । প্রাতিষ্ঠানিক সার্বিক মান উন্নয়নের জন্য উপদেষ্টা সদস্যগন যে কোন পরামর্শ বা উপদেশ / মতামত প্রদান করবেন ।
ধারা নং ১২
পরিচালনা পরিষদের ধরণ :
ক) উদ্যেক্তা পরিচালক খ ) সাধারণ পরিচালক
( FSISC ) ফিউচার স্টার ইসলামিক স্টাডি সেন্টার এর উদ্যেক্তাগনই হাজি মুহাম্মদ কামাল উদ্দিন খন্দকার, ডাঃ মুহাম্মদ আব্দুল হাই, মুহাম্মদ হুমায়ূন, মুহাম্মদ আমির হোসেন (সিঙ্গাপুরি ), হাজি মুহাম্মদ হারুনুর রশিদ, মুহাম্মদ শাহজাহান এবং সাদেক সরকার (চেয়ারম্যান) গাউছিয়া তাহেরিয়া সাবেরিয়া কমপ্লেক্সের পরিচালক হিসেবে গন্য হবেন ।